Posts

Showing posts from 2021

সিমলাপালের ইতিহাস এবং গড় পঞ্চকোটের রাজাদের ইতিহাস ।

Image
সিমলাপালের ইতিহাস সিমলাপাল রাজবাড়ী    সিমলাপাল:- সিমলাপাল পশ্চিমবঙ্গের  বাঁকুড়া জেলার একটি পুরনো শহর।এটি পূর্বে মহাপাত্র রাজবংশের রাজার রাজধানী ছিল। এটি  গড়  নামে পরিচিত ছিল(গড় মানে দুর্গ)। পূর্বে অনেকেই  সিমলাপাল কে বাঁকুড়ার উৎকল ব্রাহ্মণ দের রাজধানী বলতেন।  কথিত আছে,কোনো এক সময়ে,বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এর সীমাবর্তী গ্রামগুলি থেকে শুরু করে   পুরুলিয়ার কুইলাপাল পর্যন্ত বিস্তীর্ণ মৌজা ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে  সিমলাপালের মহাপাত্র রাজবংশের রাজার  অধীনে। জনসংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ এই এলাকার মানুষ খুব শ্রমসাধ্য, বুদ্ধিমান, দেশপ্রেমিক, অনুশাসিত এবং অনুগত। সিমলাপালের মধ্যে 7 টি গ্রাম পঞ্চায়েত ( বিক্রমপুর,দুবরাজপুর,লক্ষ্মীসাগর,মাচাতোড়া,মণ্ডলগ্রাম,পারসোলা ও সিমলাপাল ) এবং 191 টি গ্রাম রয়েছে । 2001 সালের আদমশুমারি অনুযায়ী, সিমলাপাল ব্লকের মোট জনসংখ্যা 127,4২9 জন, যাদের মধ্যে 65,328 পুরুষ এবং 62,101 জন নারী । এই এলাকার মানুষের প্রধান পেশা কৃষি।সিমলাপালের উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে একটা গৌরবময় অতীত আছে । সিমলাপালে...