Posts

Showing posts from 2020

সিমলাপাল রাজবাড়ীর চাঁচর উৎসব।

Image
সিমলাপালের পবিত্র কাহিনী:   ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের বিগ্রহ স্থাপন  শোনা যায়, সিমলাপালের রাজা ঐশ্বরিক নির্দেশে নিজের রাজপ্রাসাদের প্রাঙ্গণে ভগবান বলরামের মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির নির্মাণের জন্য পাথর আনা হয়েছিল নিকটবর্তী জড়িষ্যা গ্রাম থেকে। কয়েক মাস পর রাজা জানতে পারেন যে ভগবান বলরাম একা অবস্থান করবেন না। সে কারণে রাজা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসেন এবং তাঁকে বলরামের সঙ্গে প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে এই মন্দিরে শ্রীকৃষ্ণ ও বলরাম যুগলরূপে আরাধ্য হিসেবে পূজিত হয়ে আসছেন।    সিমলাপাল রাজবাড়ী র  চাঁচর  উৎসব। আদর্শরাজধর্মঃ রাজা ভগবানস্য দাসঃ, তস্য কার্যং প্রজানাং হিতসাধনম্। ন রাজ্ঞঃ কর্তব্যং যথাতথা প্রকারেণ সিংহাসনে আরোহণম্। ন রাজ্ঞঃ কর্তব্যং ছলেন বলেন স্বজনপোষণং স্বহিতসাধনম্। রাজ্ঞঃ কর্তব্যং স্বং ভগবদ্ভৃত্যং মন্যমানস্য  প্রজানাং পালনম্। চাঁচর উৎসব। দোলের  আগের দিন রাত্রিতে  রাধা কৃষ্ণ  কে চৌদলের উপর চাপিয়ে  কোথাও কোথাও  আবার  কৃষ্ণ  এবং বলরাম কে   চৌদলের উপর চাপিয়ে ভক্তগনের  দ্বারা নাম স...